ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ছাত্রদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২১, ১৭:৩৩

ছাত্রদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক
জমির ধান কেটে দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে কৃষক সংকটে জমির ধান কাটতে পারছিলেন না বাবুল মিয়া। এমন খবর পেয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ২৫-৩০ জন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যকে নিয়ে ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাবুল মিয়ার ঘরে তুলে দিয়েছেন।

রোববার (৯ মে) উপজেলার সহরাই পশ্চিম পাড়া মাঠে অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা করোনাকালে এমন মানবিক কাজটি করেছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান ও একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম।

এ প্রসঙ্গে বাবুল মিয়া বলেন, ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিপদে পাশে দাঁড়িয়েছে রাইগাঁ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের সম্মানী মানুষগুলো আমার ক্ষেতের ধান কেটে দিলেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মাঠে গিয়ে ধান কাটা কার্যক্রম শুরু করেছি। যতদিন মাঠে ধান আছে, ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যেখান থেকে খবর পাব, সেখানে গিয়ে আমরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নির্দেশে শিক্ষার্থীদের নিয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানপ্রধানরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান মিলন বলেন, লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের সাধুবাদ জানাই।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত