ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ধান আনতে গিয়ে বজ্রপাতে তরুণীর মৃত্যু

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২১, ০১:৫৯  
আপডেট :
 ১৬ জুন ২০২১, ০২:০৬

ধান আনতে গিয়ে বজ্রপাতে তরুণীর মৃত্যু
ছবি প্রতীকী

সুনামগঞ্জে হাওরে ডেমি ধান আনতে গিয়ে বজ্রপাতে খাদিজা বেগম (২২) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খাদিজা বেগম শাখাইতি গ্রামের মখদ্দুছ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, হাওরে ধান কাটা শেষে নতুন করে ডেমি দিয়ে আবার ধান হয় ক্ষেতে। আর এই ডেমি ধান কাটতে বিকালে আলীমুকুল হাওরে পরিবারের সকলের সাথে যান খাদিজা বেগম। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়িতে যাওয়ার পথে সন্ধ্যায় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

কাঠইর ইউনিয়নের ইউপি সদস্য আপজাল হোসেন বলেন, আলীমুকুল হাওরের ডেমি ধান কাটতে গিয়ে বজ্রপাতে খাদিজা নামের এক মেয়ের মৃত্যু হয়েছে। মেয়েটির পরিবার একেবারে গরীব। নিজের ঘরের খাবার জন্য এই ডেমি ধান কাটতে যান। এখন পরিবারটা অসহায় হয়ে গেলো। তার বাবাও একজন দিনমজুর।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত