ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

এক সপ্তাহের লকডাউনে নড়াইল

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৪:২৫

এক সপ্তাহের লকডাউনে নড়াইল

নড়াইলে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোববার (২০ জুন) রাত ১২টা থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুকি মোকাবেলায় সংক্রমণ ও রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক রোববার (২০ জুন) রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্তু কঠোর লকডাউন চলবে।

লকডাউন চলাকালে, সকল প্রকার মুদি দোকান, শপিংমল, রোস্তরা ও চায়ের দোকান বন্ধ থাকবে। এসময় কাচাবাজার, মাছ ও ফলের দোকান প্রতিদন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্তু খোলা থকবে।

সকল প্রকার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

জেলার অভ্যন্তরে অথবা আন্ত:জেলা দূর পাল্লার যানবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক, থ্রিহুইলারসহ সকল প্রকার যান্ত্রিক যানবহন বন্ধ থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, জরুরি ক্ষেত্রে বাইরে আসতে হলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। জরুরি সেবা সমূহ সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত পরিসেবা এ আওতার বাইরে থাকবে।

মন্ত্রীপরিষদ বিভাগ/সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিনিষেধ এর অন্তভূক্ত থাকবে। আইন অমান্যকারী বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত