ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

মগবাজারের বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তার লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৯:১৭

মগবাজারের বাসা থেকে  স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে ডা. জিহানুল আলিম (৫৫) নামে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে চিকিৎসক জিহানুল আলিমকে অচেতন অবস্থায় হা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. মো. জিহানুল আলিম মগবাজার পেয়ারাবাগ রেলগেটের ৫৮১ নম্বর বাড়িতে থাকতেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। তার স্ত্রী ডিজি হেলথে কর্মরত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, আমরা চিকিৎসক জিহানুল আলিমকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত হচ্ছে।

ডা. মো. জিহানুল আলিম মৃত্যু প্রসঙ্গে তার স্ত্রী ফারহানার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

জানা গেছে, মৃত ডা. মো. জিহানুল আলিমের গ্রামের বাড়ি পিরোজপুর। মরদেহটি হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত