ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাঘারপাড়ার ইউএনও করোনায় আক্রান্ত

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ২০:৪৭

বাঘারপাড়ার ইউএনও করোনায় আক্রান্ত

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত।

এদিকে সোমবার এ উপজেলায় পিসিআর ল্যাবের দেয়া ফলাফলসহ আরো ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ডা. শাহ-আলম রুবেল জানান, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজসহ ৯ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবারের ফলাফলে ইউএনও, হাসপাতালের দুই জন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বর্তমান উপজেলায় করোনা শনাক্ত রোগী রয়েছেন ৬১ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন একজন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত বলেন, ‘ইউএনও স্যার সুস্থ আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত