ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ভালো নেই ফরিদপুরে কামাররা

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৯:৪৪

ভালো নেই ফরিদপুরে কামাররা

ভালো নেই ফরিদপুরের কামাররা। মহামারী করোনা ও লকডাউনে তারা এখন হতাশার মধ্যে দিন অতিবাহিত করছেন। একই সাথে জিনিসপত্রের দাম কমিয়েও কাঙ্ক্ষিত বিক্রি করতে ব্যর্থ হচ্ছেন তারা।

জেলা শহরের আলিপুর ব্রিজের পাঁশের বাবু কর্মকার নামের এক কামার জানান, প্রতি বছর কোরবানি ঈদের আগে পশু জবাই করার জন্য যে সমস্ত মালামাল তারা বিক্রি করতেন যেমন চাপাতি, ছুরি, ভোজালি ,চাকু এবার তার বিক্রি কমে গেছে। একই সাথে গতবারের চেয়ে অনেক কম দামেও তা বিক্রি করতে পারছেন না।

এর কারণ হিসেবে মানুষের হাতে টাকা না থাকা লকডাউন ও মহামারী করোনাকে দায়ী করেন তারা। অন্য বছর এ সময় যেখানে তারা ক্রেতাদের মালামাল দিতে পারতেন না। সেখানে এবছর তার ব্যতিক্রম।

দোকানে চাপাতি ও ছুরি বানিয়ে প্রস্তুত করলেও ক্রেতা না থাকায় অনেকটাই হতাশ। ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে তারা আশা করছেন এসময়ের মধ্যে হয়তো তারা কাঙ্ক্ষিত ফল পাবেন। না হলে ঈদের পরে তারা মহা সংকটে পড়বেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত