ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

কোভিড-১৯

জয়পুরহাটে কমেছে শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৪:৩৮  
আপডেট :
 ১৯ জুলাই ২০২১, ১৪:৫০

জয়পুরহাটে কমেছে শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

সীমান্ত ঘেষা জয়পুরহাট জেলায় করোনায় আক্রান্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ করোনায় মারা যাননি। শনাক্তের হার ৯ দশমিক ৭৯ শতাংশ।

এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ১৮ জনে দাঁড়ালো।

সোমবার জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী এ তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ৪৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৭৯ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন। এর আগের সপ্তাহে এ হার ছিল ১৩ দশমিক ৭৯ শতাংশ।

তিনি বলেন, জুন ও চলতি জুলাই মাসে নমুনা পরীক্ষা বেড়েছে। কয়েকদিন কঠোর লকডাউন ছিল। এতে শনাক্তের হার কমেছে। তিনি জানান, গত ৬ দিনে জেলায় নতুন করে কোন করোনা রোগী মারা যাননি।

জেলায় এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৭২১টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়েছেন ৩ হাজার ১২৯ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত