ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৬:৪৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
বেনাপোল বন্দর

জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম শর্তসাপেক্ষে স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, জন্মাষ্টমীতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রধীক পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়েছে।

আগামী (৩১ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া বন্ধের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত