ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বেশি দামে সার বিক্রি, কারাগারে ব্যবসায়ী

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯

বেশি দামে সার বিক্রি, কারাগারে ব্যবসায়ী
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজারে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামে এক সার ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১০টায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সরকারঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গোলাপবাজারের মেসার্স আমিন অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাকিব-আল-রাব্বি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত