ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬

ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটররা। ছবি: প্রতিনিধি।

উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল থেকেই নারী ও পুরুষ ভোটররা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ১৩ হাজার ৪৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিন ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৫ জন প্রার্থী নতুন। বাকি ২১ জনের আগে নির্বাচনে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম বলেন, সোমবার সকাল থেকেই ইভিএমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নয়টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে চারজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে দুইজন, ২ নম্বর ওয়ার্ডে দুইজন, ৩ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৪ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৫ নম্বর ওয়ার্ডে দুইজন, ৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে দুইজন, ৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত