ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে বাড়‌তি টো‌ল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ২১:৪১

রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে বাড়‌তি টো‌ল
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সেতু পারাপারে রাত ১২টা থে‌কে পুনর্নির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প‌রিবহ‌নের প্রকার‌ভে‌দে সেতু পারাপার হ‌তে বাড়‌তি টোল দি‌তে হ‌বে চালক‌দের।

বৃহস্প‌তিবার রাতে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল-

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০ টাকা, মাইক্রোবাস ও পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, বঙ্গবন্ধু সেতুতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাত ১২টার পর থেকে সরকার ঘোষিত পুনর্নির্ধারিত টোল আদায় কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত