ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সিলেটে একটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৫:১৩  
আপডেট :
 ২৫ নভেম্বর ২০২১, ১৬:০২

সিলেটে একটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
প্রতীকি ছবি

সিলেটের কানাইঘাটে ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার দায়ে দু্ইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

বুধবার বিকেলে সিলেট জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কানাইঘাট উপজেলার দুর্গাপুর দক্ষিণ নয়াগ্রামের সৌদিপ্রবাসী বদরুল ইসলামের স্ত্রী সুহাদা বেগম (২৫) ও সুহাদার প্রতিবেশী ও নিকটাত্মীয় জাহাঙ্গীর আলম (২৬)। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন প্রধান আসামি সুহাদার ভাই ইমরান আহমদ (৩৩) ও দেবর মাসুম আহমদ (৩৫)।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রঞ্জিত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর নিখোঁজ হন কানাইঘাট পৌর শহরে চয়েজ টেইলার্সের মালিক ইমরান আহমদ। ইমরান পৌর শহরের সোনাপুর এলাকার বাসিন্দা ছিলেন। ইমরানকে তার কথিত প্রেমিকা সুহাদা তার শ্বশুরবাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হন ইমরান আহমদ। নিখোঁজের দুই দিন পরও কোনো সন্ধান না পেয়ে ইমরান আহমদের বাবা আবু বক্কর কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের চারদিন পর ২৩ সেপ্টেম্বর আবু বক্কর কানাইঘাট থানায় সুহাদা বেগম, তার ভাই ইমরান আহমদ, দেবর মাসুম আহমদ ও লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত