ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রংপুরে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বৃদ্ধি

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১০:৩৫

রংপুরে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বৃদ্ধি

রংপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ জন, যা গেলো সাত মাসের মধ্যে সর্বোচ্চ। গত একদিনে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ২৯ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু মো. জাকেরুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘ ৭ মাস পর গত একদিনে রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত্রের সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সাত জনকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

এছাড়া রংপুর বিভাগের তিনটি করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনও সমস্যা হবে না বলেও জানান তিনি।

জাকেরুল ইসলাম বলেন, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত