ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

টিকা সনদ না দেখে খাবার দেয়ায় ৯ রেস্টুরেন্টকে জরিমানা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ২১:৪২

টিকা সনদ না দেখে খাবার দেয়ায় ৯ রেস্টুরেন্টকে জরিমানা
ছবি: প্রতিনিধি

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে চট্টগ্রামের প্রশাসন। টিকা সনদ ছাড়া ক্রেতাদের খাবার পরিবেশন করায় ৯ রেস্টুরেন্টকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নগরীর আগ্রাবাদ, ওয়াসা ও দামপাড়া এলাকায় এসব রেস্টুরেন্টে অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এ সময় আগ্রাবাদ সেন্টমার্টিনের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার, সিলভার স্পুনকে ৫ হাজার, দি কপার চিমনীকে ৫ হাজার, কাচ্চি ডাইনকে ৫ হাজার, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার, ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার, দামপাড়ার হান্ডিকে ৫ হাজার এবং দাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে সচেতন থাকতে তাদের সতর্ক করা হয়েছে।

এদিকে চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত