ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রাজধানী থেকে ভুয়া এপিএস গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৫  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৪

রাজধানী থেকে ভুয়া এপিএস গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে ভুয়া এপিএস-কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগে চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে এক প্রতারককে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, গ্রেপ্তার প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, প্রধানমন্ত্রীর এপিএস, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ পাস ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে তার প্রতারণার বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় ডিএমপি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত