ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বিমানকর্মীর পকেটে সাড়ে ৩ কেজি সোনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:৫০  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ২১:০১

বিমানকর্মীর পকেটে সাড়ে ৩ কেজি সোনা
ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৮০ গ্রাম (প্রায় ৪ কেজি) ওজনের ৩০টি স্বর্ণের বারসহ এক যাত্রী এবং বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল সাড়ে ৩টায় সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪০ ফ্লাইট থেকে জব্দ করা হয় স্বর্ণের বারগুলো। আটক যাত্রীর নাম কামাল উদ্দিন এবং বিমানকর্মী ইব্রাহিম খলিল নিরাপত্তার দায়িত্বে আছেন।

তিনি আরও বলেন, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় একজন লোককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে এপিবিএন সদস্যরা। এরপর সেখানে তল্লাশি করে তার পকেট থেকে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম।

এপিবিএনে জিজ্ঞাসাবাদের পর আসামিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আ’র/এমজে

  • সর্বশেষ
  • পঠিত