ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

সার্চ কমিটির দেয়া তালিকা থেকে ইসি গঠন, কমিশনার হলেন যারা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৭  
আপডেট :
 ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৮

সার্চ কমিটির দেয়া তালিকা থেকে ইসি গঠন, কমিশনার হলেন যারা
ছবি- সংগৃহীত

সার্চ কমিটির দেয়া নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল। তিনি ছাড়াও চারজনকে নির্বাচন কমিশনার (ইসি) করেও প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শপথের পর প্রথম চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নির্বাচন উপহার। বড় দলগুলো যেন নির্বাচনে অংশ নেয় সেই চেষ্টা করা হবে।

আরেক কমিশনার আনিছুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। যেসব চ্যালেঞ্জ আছে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

বাংলাদেশ জার্নাল/আ,র/এমজে

  • সর্বশেষ
  • পঠিত