ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ডিএসসিসি'র ১৮টি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি মুলতবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১৩:০৭  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০১৮, ২২:১৬

ডিএসসিসি'র ১৮টি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি মুলতবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন হাইকোর্ট।

সোমবার রিটের ওপর প্রথম দিনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল ইসলাম ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী মামুন কবীর।

এর আগে গত ১৪ জানুয়ারি স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ ৮ ব্যক্তির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী মামুন কবির।

রিটে ডিএসসিসির নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। ওই রিটে মন্ত্রিপরিষদ সচিব সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলা প্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এসব ওয়ার্ডের ভোটাররা কোনও মেয়রকে ভোট দিতে পারবে না। এ ছাড়া কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র ২ বছরের জন্য, যা আইন অনুমোদন করে না। পাশাপাশি যারা এবার হালনাগাদে নতুন ভোটার হয়েছেন তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন কিন্তু প্রার্থী হতে পারবেন না। এটা সংবিধান পরিপন্থী।

  • সর্বশেষ
  • পঠিত