ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে জেলেদের বিকল্প কর্মসংস্থান উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ১৫:৪৫

রাজবাড়ীতে জেলেদের বিকল্প কর্মসংস্থান উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
ছবি- প্রতিনিধি

রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ প্রশিক্ষণে জেলার ২৫ জন জেলে অংশগ্রহণ করেছেন।

শনিবার সকালে জেলা মৎস্য অফিসের আয়োজনে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, রাজবাড়ী সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজী, গেয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতানসহ আরও অনেকে।

শনিবার সকালে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী সোমবার পর্যন্ত।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত