ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২২, ১০:৪০  
আপডেট :
 ২০ জুন ২০২২, ১০:৪৪

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম
ছবি: বাংলাদেশ জার্নাল

গত শুক্রবার থেকেই চট্টগ্রামে চলছে প্রবল বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন এলাকা। বিশেষ করে নগরের চকবাজার, অক্সিজেন, পাঁচলাইশ রোড, শোলকবহর, বাদুরতলা, মেহেদীবাগ, আগ্রাবাদ, রাহাত্তারপুল, খাতুনগঞ্জ, রহমতগঞ্জ, হালিশহর ও নয়াবাজার এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সকালে অফিস ও গার্মেন্টসমুখী কর্মীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, রোববার চট্টগ্রামে রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরের আগ্রাবাদ এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠেছে। বেসরকারি অফিসে কর্মরত রানা দাস বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি হাঁটু সমান পানি রাস্তায়। পানি উঠে যাওয়ায় কীভাবে যাব চিন্তা করছি। পানি উঠে গেলে ২০ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা দিতে হয়।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজও চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এ কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এ সময়ে প্রকল্পের বিভিন্ন কাজে ৪ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করে দায় সারছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত