ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০৯:২০  
আপডেট :
 ০৭ জুলাই ২০২২, ০৯:৩১

ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি- প্রতিনিধি

মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ধলেশ্বরী টোল প্লাজা এবং পদ্মা সেতুর টোল প্লাজার যানবাহনের পারাপারের স্বাভাবিক দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ ও একটু বাড়ে।

কর্তৃপক্ষ বলেছে ধলেশ্বরী টোল প্লাজায় আগে পাঁচটি লেন থাকলেও বর্তমানে সাতটি লেন দিয়ে যানবাহন টোল আদায় করা হচ্ছে। ঈদকে সামনে রেখে যানবাহনের অতিরিক্ত চাপ থাকবে এর জন্য আরও দুটি লেন অন্তর্ভুক্ত করা হয় এবং নির্দিষ্ট যানবাহন নির্দিষ্ট লাইন দিয়ে টোল আদায় করা হবে সেটাও নিশ্চিত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম বাংলাদেশ জার্নালকে জানান সকাল থেকে তেমন একটা যানবাহন দেখা যায়নি, যানবাহন পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে অধিক যানবাহন চাপের জন্য দুটি লেন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট লেন দিয়ে যানবাহনের টোল আদায় করা হবে।

পদ্মা সেতুর মাওয়াপ্রান্ত টোল প্লাজার সামনে বাস এবং ট্রাকের চাপ কম থাকলেও ব্যক্তিগত ছোট যানবাহনের চাপ বেশি রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত