ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কালুরঘাটে যানজট নিরসনে চালু হবে ফেরি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩

কালুরঘাটে যানজট নিরসনে চালু হবে ফেরি
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি- প্রতিনিধি

তিন যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রামের কালুরঘাট সেতুর যানজটে নাকাল লাখো মানুষ। তাই লাখো মানুষকে এবার মুক্তি দিতে ফেরি নামানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেতু পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। তিনি কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।

তার সাথে থাকা বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, মুলত কালুরঘাটে যান চলাচলের চাপ কমাতে ফেরি চালুর উদ্যোগ গ্রহণ করেছে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। প্রাথমিকভাবে দুটি ফেরি চলবে। ফেরি দিয়ে ট্রাক লরি বাস চলাচল করবে, ছোট গাড়িগুলো স্বাভাবিকের মতো ব্রিজ ব্যবহার করবে।

শনিবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত