ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

নাটোরে তথ্য অধিকার দিবসে উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০

নাটোরে তথ্য অধিকার দিবসে উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা
আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা। ছবি: প্রতিনিধি

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্য নিয়ে নাটোরে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ ও এমকে কলেজ।

বিপক্ষ দল এমকে কলেজ দিঘাপতিয়া নাটোর বিজয়ী হন। পরে আলোচনা সভায় ডিপিএফ’র সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর আহমেদ মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নালে/এসকে

  • সর্বশেষ
  • পঠিত