ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে মহাঅষ্টমিতে কুমারী পূজা অনুষ্ঠিত

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২, ১২:৫১  
আপডেট :
 ০৩ অক্টোবর ২০২২, ১৩:৫৩

নড়াইলে মহাঅষ্টমিতে কুমারী পূজা অনুষ্ঠিত
দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সম্পৃীতি মুখার্জিকে সাজিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয় । ছবি : প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমিতে সোমবার (৩ অক্টোবর) কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ভওয়াখালী এলাকার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সম্পৃীতি মুখার্জিকে কুমারী সাজিয়ে শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

এছাড়া রুপগঞ্জ বাজার কালীবাড়ি, টাউন কালীবাড়ি, বাধাঁঘাট পূজামন্ডপসহ জেলার বিভিন্ন পূজামন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মন্ডপ সাজানো হয়েছে বিভিন্ন সাজ সজ্জায়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাশাপাশি মসজিদ-মন্দির, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

জেলায় এ বছর তিনটি উপজেলার ৫৮২ টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত মেনে এ বছর পূজামন্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/মনির

  • সর্বশেষ
  • পঠিত