ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০৯:০৫

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পাহাড়ে বন্যহাতি। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অবিজল (৫৫)।

কৃষক অবিজল ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তাওয়াকুচা টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।

শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যার দিকে অবিজলের ফসলি জমিতে বন্যহাতির দল ঢুকে পড়ে। ধানক্ষেত রক্ষা করতে গেলে হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে অবিজলের মৃত্যু হয়। ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পায় এলাকাবাসী। মাঝে মধ্যেই ভারতের গহীন বন থেকে ক্ষুধার্ত বন্যহাতির দল খাবারের সন্ধানে এপারে ছুটে আছে।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য রহমত আলী জানান, ধানক্ষেতে হাতির দল আক্রমণ করলে তাদের ফেরাতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষক অবিজলের মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত