ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১১:৪৯  
আপডেট :
 ২৫ নভেম্বর ২০২২, ১১:৫৪

চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ছবি: সংগৃহীত

মুনসুর আলী (৫১) নামের এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েদী মনসুর আলী নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক ডা. মকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেহেরপুরের আদালতে দায়ের করা প্রতারণা মামলার আসামি মুনসুর আলীকে ১২ নভেম্বর নরসিংদী পুলিশ গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে ২২ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠায়।

বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

মেহেরপুর সিভিল সার্জন জওয়াহেরুল আলম জানান, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ (শ্বাসকষ্ট উপসর্গ) অবস্থায় মুনসুর আলীকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত