ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গু‌লিস্তা‌নে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করা হবে: র‍্যাব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৩:৫৪

ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করা হবে: র‍্যাব
ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করা হবে । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবে র‍্যাব। এসব নমুনা ল্যাবে পাঠানোর কথা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, বিস্ফোরণের পর থেকে বিভিন্ন সংস্থা সঙ্গে সমন্বয় করে র‍্যাব তার সক্ষমতা অনুযায়ী উদ্ধার কাজ করে যাচ্ছে। র‍্যাবের বোম স্কয়াড, বোম ডিস্পোজাল স্কয়াড ও ফরেনসিক টিম কাজ করে যাচ্ছে।

উদ্ধার অভিযানে র‍্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, দুর্ঘটনাস্থলে র‍্যাবের দুই ধরনের ডগ স্কয়াড কাজ করছে। একটি হলো বিস্ফোরক জাতীয় দ্রব্য চিহ্নিত করতে পারে এমন ডগ ও আরেকটি রেসকিউ বা উদ্ধার কাজে সহযোগিতা করতে পারে এমন ডগ।

বুধবার রাতে উদ্ধার হওয়া দুজনের মরদেহ আমাদের রেসকিউ ডগ স্কয়াডই শনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজ‌নের মরদেহ উদ্ধার করে।

র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন বলেন, ভবনের বেসমেন্টে বোম ডিস্পোজাল ইউনিট ও ফরেনসিক টিম কাজ করছে। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো আমাদের ল্যাবে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই

  • সর্বশেষ
  • পঠিত