ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

সীমা অক্সিজেনের পরিচালককে রিমান্ডে নিতে আবেদন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৫:৪৯

সীমা অক্সিজেনের পরিচালককে রিমান্ডে নিতে আবেদন
বিস্ফোরণের ঘটনার পর সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টের চিত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় কারখানাটির পরিচালক পারভেজ হোসেনকে (৪৮) ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বুধবার দুপুরে চট্টগ্রামের শিল্প পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সুলাইমান বলেন, বিস্ফোরণের মামলার আসামি পারভেজকে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে। তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ মার্চ রাত সাড়ে এগারোটায় বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীমা অক্সিজেন প্লান্টের ৩ মালিকসহ (পারভেজ উদ্দিন সান্টু, মামুন উদ্দিন, আশরাফ উদ্দিন) ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন

মামলায় অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন; প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

তবে মামলা দায়েরের এক সপ্তাহ পরও আসামিরা কেউ আটক হননি। আজ ৮ম দিনে নগরী থেকে ২ নং আসামি সীমা গ্রুপের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

প্রসঙ্গত, গত ৪ মার্চ বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। আহত হন ৩০ জন। এ ঘটনায় কারও উড়ে গেছে হাত, কারও পা। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত