ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ী রেলষ্টেশন থেকে পদ্মা সেতু পার হবে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০৮

রাজবাড়ী রেলষ্টেশন থেকে পদ্মা সেতু পার হবে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’
ছবি: প্রতিনিধি

স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেন উঠবে, পার হবে প্রমত্তা পদ্মা সেতু। স্বপ্ন এবার সত্যা হলো। আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’ পরীক্ষা মূলক ভাবে পদ্মা সেতু পার হবে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম বলেন, এই ট্রেনে ৭টি কোচ (বগি) রয়েছে। ট্রেনটিতে বর্তমানে যাত্রী হিসেবে সাধারন মানুষ নেই। সেতু পার হওয়ার সময় বাংলাদেশ রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তারা ট্রেনে অবস্থান করবেন। রাতে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলষ্টেশনে অবস্থান করবে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা ষ্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে ট্রেনটি পদ্মা সেতু দিয়ে মাওয়া ঘাটে যাবে। এমন একটি ঘটনার স্মরণীয় ট্রেনের প্রথম চালক হতে পেরে তিনি আনন্দিত ও ভাগ্যবান বলে মনে করেন।

রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্বয় দত্ত বলেন, সৈয়দপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ‘পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন’রাজবাড়ী রেলষ্টেশনে আসে এবং ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত