ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পু‌লিশ অ‌ফিসার প‌রিচ‌য়ে প্রতারণা কর‌তেন তি‌নি

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৭:৫৩

পু‌লিশ অ‌ফিসার প‌রিচ‌য়ে প্রতারণা কর‌তেন তি‌নি
গ্রেপ্তারকৃ‌ত মো. লিটন খাঁন। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থে‌কে পুলিশ অফিসার পরিচয়ে প্রতারণাকালে একজন‌কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১০। গ্রেপ্তারকৃ‌তের নাম- মো. লিটন খাঁন (৩০)।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় বুধবার অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থে‌কে ২টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি সিডি ড্রাইভ, ৩টি হার্ডডিস্ক, ২টি ভুয়া এনআইডি কার্ড, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, ৩টি মোবাইল ও নগদ- ৫০ হাজার টাকা জব্দ করা হয়ে‌ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃ‌তের কাছ থে‌কে পাওয়া ত‌থ্যের বরাত দি‌য়ে র‌্যাব-১০ এর এএস‌পি (‌মি‌ডিয়া) এনা‌য়েত ক‌বির শো‌য়েব ব‌লেন, গ্রেপ্তার ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তি‌নি বেশ কিছুদিন ধ‌রে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি পরিচয় দি‌য়ে জনসাধারণের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ কর‌ছি‌লেন।

গ্রেপ্তারকৃ‌তে‌র বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দা‌য়ে‌রের প্রক্রিয়া চল‌ছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত