ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ইকোলাইজার বিম ভেঙে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৩

ইকোলাইজার বিম ভেঙে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে তেজগাঁও হয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইকোলাইজার বিম ভেঙে যায়। এ কারণে তেজগাঁও স্টেশন এলাকায় এসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

জানা যায়, পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বর্তমানে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁও মাছের আড়তের সামনে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্টরা ঘণ্টাব্যপী উদ্ধারকাজ চালায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা জানায়, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যাঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমে বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত