ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১১:২৮

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: সংগৃহীত

টানা ৩ দিন বন্ধের পর দেশের উত্তরের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আমদানি রপ্তানি পুণরায় শুরু হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

জানা যায়, এসময় একই সঙ্গে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপারও চালু হয়েছে।

ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভারতের লোকসভা নির্বাচন কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১৭ এপ্রিল বুধবার থেকে ১৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত ৩ দিন সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল থেকে স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে পুণরায় চালু হয়েছে।

উল্লেখ্য, এর আগে ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ১৭ ও ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এরপর শনিবার (২০ এপ্রিল) বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত