ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

দাফনের সময় নড়ে ওঠা শিশুটি শেষে মারাই গেল

দাফনের সময় নড়ে ওঠা শিশুটি শেষে মারাই গেল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে গোসলের সময় নড়ে ওঠা নবজাতক মীম শেষ পর্যন্ত সত্যিই মারা গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা শিশু হাসপাতালে সে মারা যায়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ গণমাধ্যমকে জানান, ওই নবজাতককে বাঁচানো যায়নি। গত রাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন আক্তার (২৪) একটি মেয়েশিশু প্রসব করেন। জন্মের পরই নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। আজিমপুর কবরস্থানে দাফনের জন্য গোসল করানোর সময় নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে। দুপুরের দিকে নবজাতকটিকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

এর আগে সোমবার হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, নবজাতকটির অবস্থা খুব খারাপ। তার হৃদযন্ত্র সচল আছে। অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

নবজাতকটির ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। সম্ভবত সাত মাসে তার জন্ম হয়েছিল। অস্ত্রোপচার ছাড়াই তার জন্ম হয়। নবজাতকের মা শারমিন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নবজাতকটির বাবা মিনহাজ উদ্দিন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রীসহ তিনি ধামরাইতে থাকেন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত