ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

‘আপনি নির্বাচন করেন, টাকা আমি দেব’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ২১:৫০  
আপডেট :
 ২৪ জুন ২০১৮, ২২:০২

‘আপনি নির্বাচন করেন, টাকা আমি দেব’

‘জাফরুল্লাহ ভাই, আপনি নির্বাচন করেন। টাকা আমি দেব। আপনি তা-ও করেন।’ বর্তমান সংসদ নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনার জবাব দিতে গিয়ে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার গুলশানে লেইক শোর হোটেলে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে আলোচনার এক পর্যায়ে জাফরুল্লাহকে এই আহ্বান জানান মুস্তফা কামাল।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘বাজেট আলোচনা সংসদে করলে ভালো হত। কিন্তু সংসদে সরকারের স্তুতি ছাড়া আর কিছুই হয় না। হবেই বা কীভাবে? যে সরকারের ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা কি সরকারের সমালোচনা করবে?’

এ কথার জবাবে পরিকল্পনামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে জাফরুল্লাহ চৌধুরীকে অংশ নেয়ার আহ্বান জানান। এ জন্য টাকা তিনি দেবেন বলেও উল্লেখ করেন।

তবে পরিকল্পনামন্ত্রী এও বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী (টাকা) দেব। পরে আবার আমাকে বিপদে ফেলবেন? পারবেন না। আমি আইনের লোক, আমি এলএলবিও পড়ে আসছি।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যাংকের কর্তাব্যক্তি ও মালিকরা মিলেমিশে অর্থ লুটপাট করছে। সরকার লুটপাটকারীদের কিছু বলছে না। আবার তাদের জন্য কর কমানো হচ্ছে।’

এসময় আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আপনাদের সময় ব্যাংকে টাকা পাওয়া যায়নি। ব্যাংকে এলসি (লেটার অব ক্রেডিট) খোলা যায়নি। সে সময়েই ব্যাংকে অনিয়ম হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত