ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বই কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৭:৩১  
আপডেট :
 ১২ জুলাই ২০১৮, ১৭:৩৬

বই কেনার টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় বই কেনার টাকা না পেয়ে দীপা আক্তার বন্যা (১৬) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে এঘটনা ঘট।

জানা যায়, বুধবার (১১ জুলাই) মজনু মিয়ার মেয়ে ত্রিশাল-ভালুকা মৈত্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দীপা আক্তার বন্যাকে বইয়ের জন্য শ্রেণিকক্ষের বাইরে দাড় করিয়ে রাখে এক শিক্ষক। বৃহস্পতিবার তার মা মনোয়ারার কাছে বই কেনার জন্য টাকা চায়। হতদরিদ্র মা টাকা দিতে না পারায় এবং সেই লজ্জা ও ক্ষোভে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বন্যা।

বন্যার মা মনোয়ারা জানায়, চাকুরির বেতন না পাওয়ায় সকাল বেলা আমার ভাইয়ের কাছে বই কেনার টাকার জন্য যাই। সেখান থেকে বাড়িতে এসে আমার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার (পিপিএম বার) বলেন, বই কিনতে না পেয়ে মেয়ের আত্মহত্যার ঘটনাটি খুবই দুঃখজনক। আমার কাছে যদি মেয়ের পরিবার টাকার জন্য আসত আমি বই কিনে দিতাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত