ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পাওনা ২৫০ টাকার জন্য জীবন গেল তরুণের

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৬:০৯  
আপডেট :
 ২২ জুলাই ২০১৮, ১৬:১০

পাওনা ২৫০ টাকার জন্য জীবন গেল তরুণের

সিলেটের কানাইঘাটে ২৫০ টাকা পাওনা দায়ের জন্য আলমগীর হোসেন (১৯) নামে এক তরুণকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আলমগীর উপজেলার পূর্ব রামপুর গ্রামের সাজিদ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, জয়ফৌদ কাজির গ্রামের ফারুক আহমদের ছেলে মাহবুবুর রহমানের কাছ থেকে কয়েকদিন আগে ২৫০ টাকায় মোবাইল ফোন সার্ভিসিং করায় আলমগীর। সেই পাওনা আদায়ের জন্য শুক্রবার বিকাল ৫টার দিকে মাহবুব তাকে আটক করে স্থানীয় বাজারে নিজের দোকানে নিয়ে যান।

পরে মাহবুব ও তার সহযোগী ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল আহাদের ছেলে কবির আহমদসহ কয়েকজন মিলে আলমগীরকে বেধড়ক মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় এবং বাড়ির পাশে রাস্তায় ফেলে যায়।

সন্ধ্যায় স্বজনরা আলমগীরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. নুনু মিয়া জানান, তিনি শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মাহবুবের ভাই মুহিবুর রহমান ও বাবা ফারুক আহমদকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত