ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

বেতার শিল্পীদের চাকরি স্থায়ীকরণের সুপারিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ২০:০৮

বেতার শিল্পীদের চাকরি স্থায়ীকরণের সুপারিশ

বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দাবি করে, কমিটির পক্ষ থেকে এসব শিল্পীদের চাকরি স্থায়ী করে পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তিরও সুপারিশ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু , তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও সাইমুম সরওয়ার কমল অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা বিল ২০১৮’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাসের সুপারিশ করে বিলটি চূড়ান্ত করে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত