ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৩ বছর

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১২:১৪

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৩ বছর

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামালায় নিহত ঝালকাঠির দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে।

২০০৫ সালের ১৪ নভেম্বর তাদের বোমা মেরে হত্যা করা হয়। শোকের এ দিনটি উপলক্ষে বুধবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে এসে পৌঁছায়।

সেখানে নিহত দুই বিচারকের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মান্নান রসূলসহ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত