ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের অভ্যন্তরে বিভীষণ সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন, ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খাদেমূল বাসার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এইচএন যোশী।

১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার জানান, ‘বৈঠকে উভয় দেশের সীমান্ত পরিস্থিতি, মাদক পাচার রোধ, সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশের বিষয়ে আলোচনা হয় এবং বৈঠকে উভয় পক্ষই এসব বিষয়ে একমত পোষণ করেন।

এছাড়াও, এই পতাকা বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয় বিএসএফের কাছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত