ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

১৩২ আসনে জাপার একক পার্থী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৭  
আপডেট :
 ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

১৩২ আসনে জাপার একক পার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৬১ আসনে লড়বে। এর মধ্যে মহাজোটের সঙ্গে সমঝোতা হয়েছে ২৯টি আসনে। বাকি ১৩২ আসনে একক প্রার্থী দিচ্ছে মহাজোটের অন্যতম এই শরীক দল। এছাড়া দলটির চেয়ারম্যানের সদ্য নিযুক্ত বিশেষ সহকারি এবিএম রুহুল আমিন হাওলাদার প্রার্থিতা ফিরে পেলে সমঝোতাভিত্তিক আসন সংখ্যা দাঁড়াবে ৩০টি। সে হিসেবে ১৬২ আসনে লড়বে দলটি। রুহুল আমিনের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে শুনানী চলছে। শুনানী শেষে জানা যাবে তিনি নির্বাচনের মাঠে থাকবেন, কি থাকবেন না।

জাতীয় পার্টির যে ২৯ প্রার্থী মহাজোটের হয়ে লড়বে

নীলফামারী-৩ আসনে মেজর অব. রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ আসনে মো. মসিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ আসনে মো. নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ আসনে এ্যাড. আলতাফ আলী, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রতনা, পিরোজপুর-৩ আসনে ডা. রুস্তম আলী ফরাজী, টাঙ্গাইল-৫ আসনে শফিউল্লাহ আল মুনির, ময়মনসিংহ-৪ আসনে বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মজিবুল হক চুন্নু, ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিজবাহ, সিলেট-২ আসনে ইয়াহ ইয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধা, ফেনী-৩ আসনে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর-২ আসনে মো. নোমান এবং চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

যে ১৩২ আসনে প্রার্থী উন্মুক্ত থাকবে

রংপুর-২ আসনে আসাদুজ্জামান চৌধুরী শাবলু, কুড়িগ্রাম-৩ আসনে আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম-৪ আসনে মেজর (অব.) আশরাফ উদ দৌলা, গাইবান্ধা-৩ আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, খুলনা-১ আসনে সুনীল শুভরায়, সাতক্ষিরা-১ আসনে সৈয়দ দিদার বখত্, সাতক্ষিরা- আসনে শেখ মাতলুব হোসেন লিয়ন, সাতক্ষিরা-৪ আসনে আব্দুস সাত্তার মোড়ল, জামালাপুর-৪ আসনে মোখলেছুর রহমান, শেরপুর-১ আসনে আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, শেরপুর-৩ আসনে মো. আবু নাসের, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে কাজী মামুনুর রশীদ, পঞ্চগড়-১ আসনে আবু সালেক, পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন, দিনাজপুর-১ মো. শাহীনুর ইসলাম, দিনাজপুর-২ মো. জুলফিকার হোসেন, দিনাজপুর-৪ মো. মোনাজাত চৌধুরী, দিনাজপুর-৫ সোলায়মান সামী, দিনাজপুর-৬ মোঃ দেলোয়ার হোসেন, নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, লালমনিরহাট-১ মোঃ খালেদ আখতার, রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ মোঃ ফখরুজ্জামান জাহাঙ্গীর, গাইবান্ধা ৪ কাজী মোঃ মশিউর রহমান, গাইবান্ধা-৫ এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জয়পুরহাট-১ আ.স.ম. মোক্তাদির তিতাস, জয়পুরহাট-২ কাজী মোঃ আবুল কাশেম, বগুড়া-৪ হাজী নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৫ তাজ মোহাম্মদ শেখ, নওগা-১ আকবর আলী কালু, নওগাঁ-২ মোঃ বদিউজ্জামান, নওগাঁ-৩ এ্যাড. তোফাজ্জল হোসেন, নওগাঁ-৪ মোঃ এনামুল হক, রাজশাহী-২ খন্দকার মোস্তাফিজুর রহমান, রাজশাহী-৫ মো. আবুল হোসেন, রাজশাহী-৬ মো. ইকবাল হোসেন, নাটোর-১ মো. আবু তালহা, নাটোর-২ মো. মুজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, সিরাজগঞ্জ-৩ মো. আলমগীর হোসেন, পাবনা-১ সরদার শাহজাহান, পাবনা-৫ মো. আব্দুল কাদের খান। মেহেরপুর-১ আব্দুল হামিদ, মেহেরপুর-২ মো. কেতাব আলী, কুষ্টিয়া-১ মো. শাহারিয়ার জামিল, কুষ্টিয়া-৪ মো. আশরাফুল সোলাইমান, চুয়াডাঙ্গা-১ এ্যাড. মোঃ সোহরাব হোসেন, যশোর-২ এবিএম সেলিম রেজা, যশোর-৩ মো. জাহাঙ্গীর হোসেন, যশোর-৪ মো. জহুরুল হক, যশোর-৫ এমএ হালিম, যশোর-৬ মো. মাহাবুব আলম, মাগুরা-১ মো. হাসান সিরাজ, নড়াইল-১ মো. মিল্টন মোল্যা, নড়াইল-২ খন্দকার ফায়েকুজ্জামান, বাগেরহাট-৩ মো. সেকেন্দার আলী মনি, বাগেরহাট-৪ সোমনাথ দে, খুলনা-৪ হাদিউজ্জামান, খুলনা-৫ মো. শহীদ আলম, খুলনা-৬ শফিকুল ইসলাম মধু, বরগুনা-২ মিজানুর রহমান মল্লিক, পটুয়াখালী-৩ মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী-৪ আনোয়ার হোসেন, ভোলা-১ কেফায়েত উল্লাহ নজিব, ভোলা-৩ নুরুন্নবী সুমন, বরিশাল-২ সোহেল রানা, বরিশাল-৫ একেএম মর্তুজা আবেদীন, ঝালকাঠি-১ এমএ কুদ্দুস খান, ঝালকাঠি-২ এমএ কুদ্দুস খান, পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম, টাঙ্গাইল-৪ সৈয়দ মোস্তাক হোসেন রতন, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির, জামালপুর-১ আবদুস সাত্তার, জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ, ১৪০ জামালপুর-৩ লে. কর্ণেল (অব,) মঞ্জুর আহাদ হেলাল।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত