ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আরো ১৫ প্রার্থী দিলো জাতীয় পার্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮

আরো ১৫ প্রার্থী দিলো জাতীয় পার্টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির আরো ১৫ জনের নামের তালিকা ইসিতে জমা দিয়েছে। রোববার দিবাগত রাত ১১টার দিকে জাপার সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন খান কমিশনে এ তালিকা জমা দেন।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, এদের সবার প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। পরে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন এই ১৫ জন। তাই এগুলো প্রক্রিয়া করতে আমাদের কমিশনে জমা দিতে দেরি হয়েছে। আগের তালিকার সঙ্গে এই এগুলো যুক্ত হবে। এই তালিকা যুক্ত হওয়ায় জাপার মোট প্রার্থী দাঁড়ালো ১৮৮ জনে।

উন্মুক্তভাবে লড়বেন জাতীয় পার্টির এই ১৫ প্রার্থী।

প্রার্থীরা হলেন-

চট্টগ্রাম-১৬ আসনে মাহমুদুল ইসলাম চৌধুরী

মানিকগঞ্জ-২ আসনে এস এম আব্দুল মান্নান

ঢাকা-১৬ আসনে আমানত হোসেন

নারায়ণগঞ্জ-৪ আসনে মো. সালাউদ্দীন খোকা

চাঁদপুর-৫ আসনে খোরশেদ আলম খুশু

টাঙ্গাইল-৮ আসনে রেজাউল করিম

কক্সবাজার-২ আসনে মো. মোহিবুল্লাহ

নাটোর-৪ আসনে মো. আলাউদ্দীন মৃধা

যশোর-২ আসনে মো. ফিরোজ শাহ

ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনে জেসমীন নূর বেবি

কিশোরগঞ্জ-১ আসনে মোস্তাইন বিল্লাহ

ঢাকা-৮ আসনে মাহমুদুর রহমান মুন্নী

গাজীপুর-২ আসনে মো. মাহবুবুল আলম

ঝিনাইদহ-৩ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন

ও মাদারীপুর-১ আসনে জহিরুল ইসলাম মিন্টু।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত