ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নিউ ইয়র্ক টাইমসকে শেখ হাসিনা

‘মানুষের খাদ্য-কর্মসংস্থান-স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মানবাধিকার’

‘মানুষের খাদ্য-কর্মসংস্থান-স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মানবাধিকার’

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরু হয়েছে রোববার সকাল থেকে। এ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হবেন দলের সভানেত্রী ৭১ বছর বয়সী শেখ হাসিনা। টানা দুই মেয়াদে গত ১০ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা। তার সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দেশে বিদেশে ব্যাপক সুখ্যাতি পেয়েছে।

তবে জনগণের মৌলিক অধিকার খর্ব ও মানবাধিকার লঙ্ঘণ হচ্ছে বলে তার সরকারের সমালোচনা হয়ে থাকে। কিন্তু সমালোচকদের এ অভিযোগ নাকচ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

চলতি মাসে মার্কিন পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যদি দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, কর্মসংস্থান আর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, আমার কাছে সেটাই মানবাধিকার।’

এবারের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ৭.৮ থেকে বাড়িয়ে ১০ করারও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি দরিদ্রতা দূরীকরণের কর্মসূচিগুলোও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মানবাধিকার লঙ্ঘণ সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বিরোধী দল কিংবা সুশীল সমাজের সমালোচনাকে আমি ভয় পাই না। কারণ আমি আমার দেশকে জানি এবং কীভাবে দেশের উন্নয়ন করতে হবে সেটাও জানি। দেশের একজন মানুষও যাতে পিছনে পড়ে না থাকে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

নিউ ইয়র্ক টাইমস জানায়, স্থানীয় মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পুলিশ ও বিচার বিভাগ কুক্ষীগত করার অভিযোগ করে থাকেন। বিরোধী দলীয় নেতা-কর্মীদের ব্যাপক হারে ধরপাকড়ের ওপর চলতি মাসেও প্রতিবেদন প্রকাশ করেছে হিউমেন রাইটস ওয়াচ।

কিন্তু স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাাসনা বলেন, ‘তারা তাদের দাতাদের মন রক্ষার জন্য এসব অত্যুক্তি করছেন।’

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত