ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা, আটক ৫

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৫৯  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০১৯, ১১:১২

ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট, আটক ৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটককৃতরা প্রধানমন্ত্রীসহ জাতীয় নেতাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। এছাড়া তারা ফেসবুকে গুজব ছড়ানোর পাশাপাশি ভুয়া, উস্কাকিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।

এদিকে বেলা ১২ টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত