ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬

পুরান ঢাকার চকবাজারের পাঁচটি বহুতল ভবনের অগ্নিকাণ্ডে ২৬ জনের উদ্ধার করা হয়েছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ভোর ৪টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাঁটানো এক বোর্ডে ২৬ মরদেহ উদ্ধারের তথ্য দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে দগ্ধ বা আহত হয়ে ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা কিছু করা প্রয়োজন তার সব করা হবে। আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে সেহেতু এখন সার্চ কমিটির মাধ্যমে দেখা হবে ভবনগুলোর ভেতরে আর কোনও মৃতদেহ আছে কি না কিংবা কেউ কোথাও আটকা পড়েছেন কিনা। এসময় মেয়র নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য্য ধরতে বিনীত অনুরোধ করেন।

এর আগে রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়। এলাকাবাসী বলছে, ওই ভবনের কেমিক্যাল কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কারও কারও মতে, বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। একটি ভবনের আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি বহুতল ভবনে।

এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

  • সর্বশেষ
  • পঠিত