ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের পাশে ‘বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৩:২১

বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের পাশে ‘বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন’

ঢাকার উত্তরাস্থ উত্তরখান এলাকার মৈনারটেকের বৈকাল স্কুল সংলগ্ন অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রম। নিঃস্ব কিছু মানুষদের ঠিকানা এই বৃদ্ধাশ্রমটি।

এসব অসহায় নিঃস্ব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন সৈয়দা সেলিনা শেলী। একসময়ে এনজিও কর্মী ছিলেন তিনি। প্রকল্প শেষ হওয়ার পর সুবিধাবঞ্চিত নারীদের থাকার জায়গা না থাকায় উত্তরার মৈনারটেকে ২০১০ সালে পরিত্যাক্ত বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন এই আপন নিবাস আশ্রমটি।

শুক্রবারে সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের (বিভিও) উদ্যোগে এই বৃদ্ধাশ্রমে একটি ইভেন্টের আয়োজন করা হয়।

অসহায় মায়েদের জন্য বিভিও দুপুরের খাবারের আয়োজন করে। এছাড়াও বৃদ্ধাদের জন্য সংগঠনটির পক্ষ থেকে ঔষধ ও খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হামিম আহসান, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম বাপ্পি, জেনারেল সেক্রেটারি সোহানুল ইসলাম শাওন, পাবলিকেশন সেক্রেটারি ইসমত জাহান, ম্যানেজার সোলাইমান ইসলাম নিশাদ, উপদেষ্টা ফারসিদ উল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য তৌহিদ উল ইসলাম, তানিয়া আক্তার, সাদিকা সিরাজ ইভা।

  • সর্বশেষ
  • পঠিত