ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১১:৩৮

যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা গ্রুপ ও গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন।

পরে ফিরে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের লোকজন খবর পেয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে একজন নারীসহ ১৫ জন আহত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত