ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সালিশে যুবলীগ নেতার হামলায় গুলিবিদ্ধসহ আহত ৫

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১৭:৪৩

সালিশে যুবলীগ নেতার হামলায় গুলিবিদ্ধসহ আহত ৫
গুলিবিদ্ধ একজন

নরসিংদীর পলাশের ভাঙ্গায় সালিশ বৈঠকে যুবলীগ সভাপতির নেতৃতে হামলা চালানোর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হন।

শনিবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

আহতরা হলেন, কেন্দুয়াবো ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল, একই গ্রামের কাজল (৩৫), শাহালম (২৮), ইব্রাহীম (৩০) ও নাজিম উদ্দিন (৪৫)।

আহতদের স্বজন আলমগীর জানান, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামের বাতেনের সাথে একই গ্রামের মামুনের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যের দ্বারস্থ হন মামুন। শনিবার উভয় পক্ষকে নিয়ে কেন্দুয়াবো মাদ্রাসা মাঠে সালিশ দরবারে বসেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদল।

এরই মধ্যে ২০/২৫ টি মোটোরসাইকেল যোগে ৩৫/৪০ জনকে সাথে নিয়ে দরবারে আসেন ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেলোয়ার হোসেন দেলু ও তার ভাতিজা আরিফ সালিশের বিচারক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলের ওপর হামলা করেন। পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় দেলু বাহিনীর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলকে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হামলায় আহত সালিশের বিচারক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল বলেন, যুবলীগ সভাপতি দেলু অস্ত্র শস্ত্র নিয়ে সালিশে এসেই আমার ওপর হামলা চালায়। গুলি চালাতে থাকে। আমাদেরকে মারপিটের পর দুটি বাড়ি ভাংচুর করে।

এঘটনায় বক্তব্য নিতে অভিযুক্ত ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত