ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত, আহত ৮

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০১৯, ০০:৫৬  
আপডেট :
 ১৫ মে ২০১৯, ০১:৫৯

ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। ভটভটির চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভটভটটি গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে গেলে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চাঁপাইননাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আব্দুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮), ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন (৬৫)।

আহত ব্যক্তিরা হলেন, একই এলাকার মুকিম, পিয়ারুল, রবু, দুলাল ওমর, আমিনুল, মান্নান, সাদ্দাম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলাদেশ জার্নালকে জানান, নাচোল উপজেলার নাকৈল গ্রাম থেকে ধান কেটে ফেরায় পথে উপজেলার পিরাসন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় ভটভটিতে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা আরো ১০ জনকে সেখান থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো ২ জনকে মৃত ঘোষণা করে। ভটভটির চালকসহ গুরুতর ৮ জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত