ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভোগাই নদীর সাঁকো ভেঙে ভোগান্তি চরমে

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৯, ২০:১৫

ভোগাই নদীর সাঁকো ভেঙে ভোগান্তি  চরমে

নেত্রকোনার কলমাকান্দায় দক্ষিণ রাণীগাঁও গ্রামে ভোগাই নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় আশপাশের ১২ গ্রামের মানুষ চলাচল ভোগান্তিতে পড়েছে। সম্প্রতি পাহাড়ি ঢলের তোড়ে ওই সাঁকোটি ভেঙে যায়। এটি ভেঙে যাওয়ায় এখানকার নদীতে নৌযান চলাচলও বন্ধ।

বুধবার স্থানয়ীরা জানান, নিজেদের মাঝে চাঁদা তুলে ভোগাই নদীর উপর ওই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল। সাঁকোটি দিয়ে দক্ষিণ রাণীগাঁও, হাটখলা, চামারজানি, খলা, গোপীপাড়া, গনিয়ারগাঁও, সাকুয়া, বামনগাঁও, টেংগা, বটতলাসহ অন্তত ১২টি গ্রামের মানুষ চলাচল করতো। কিন্তু সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানীয় কৃষক হাজী আব্দুল মোতালিব বলেন, এখানে চলাচলের একমাত্র ভরসা সাঁকোটি ভেঙে পড়ায় কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন করা যাচ্ছে না। সাঁকোটি ভেঙে নদীতে পড়ে থাকায় নৌযান চলাচলও বন্ধ রয়েছে। দক্ষিণ রাণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর ধর জানান, ওই সাঁকোটি ভেঙে যাওয়ায় এখানে শিশুদের চলাচল দুরূহ হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, বাঁশের সাঁকোর স্থলে এখানে একটি সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনসহ চিকিৎসা সেবা প্রাপ্তি সহজ হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত