ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভোট দেয়ার আগ্রহ হারিয়েছে জনগণ: মেনন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৯:৫৩

ভোট দেয়ার আগ্রহ হারিয়েছে জনগণ: মেনন

জনগণ ভোট দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে রাশেদ খান মেনন বলেন, নির্বাচন এবং পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই।

তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা শুধু নির্বাচনের জন্যই বিপজ্জনক নয়, দেশের জন্যও বিপজ্জনক।

রাশেদ খান মেনন আরো বলেন, যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ নির্বাচনের নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রাজনৈতিক দল শুধু নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। এটা সবার জন্য প্রযোজ্য এবং আওয়ামী লীগের জন্যও।

  • সর্বশেষ
  • পঠিত